সংগৃহীত
অভিনেত্রী আনিকা কবির শখের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল অনেকদিন ধরে। তবে এবার বিষয়টির সত্যতা মিলেছে। রহমান জন নামের এক ব্যবসায়ী সঙ্গে ঘর বেঁধেছেন শখ। চার মাস আগে ১২মে তারা গাঁটছড়া বাঁধেন। শখের শ্বশুরবাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈরে।
জানা গেছে, শখ বর্তমানে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরবেন ঢাকায় তাদের উত্তরার বাসায়। তাদের বিয়ের বিষয়টি নিয়ে জনের ভাগ্নে আরাফ রহমান সংবাদমাধ্যমকে বলেন, মামি (শখ) খুব ভালো মানুষ। অনেক বড় মডেল-অভিনেত্রী, অথচ কোনো অহংকার নেই তার। ২ সপ্তাহ ধরে আমাদের গ্রামের সবার ভালো-মন্দের খোঁজখবর নিয়েছেন তিনি। তাকে পেয়ে আমাদের পরিবার আনন্দিত।
রহমান জন বর্তমানে পেশায় ব্যবসায়ী হলেও এক সময় মডেলিং করতেন। তবে তেমন পরিচিতি পাননি। উল্লেখ্য, শখের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৫ সালে অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। ২০১৭ সালে বিয়ের দু’বছরের মাথায় তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন।
স্বপ্নচাষ/আরটি
বাংলাদেশ সময়: ৫:৪৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
swapnochash24.com | swapno chash