ট্যাকটিক্যাল বেল্ট পরিহিত পুলিশ সদস্য -ফাইল ছবি
চলতি বছরের স্বাধীনতা দিবসে ট্যাকটিক্যাল বেল্ট পাচ্ছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদস্যরা। এদিন থেকে আরএমপির সদস্যদের হাতে আর বড় অস্ত্র দেখা যাবে না। গতকাল শনিবার আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী ২৬ মার্চ থেকে আরএমপির সদস্যদের হাতে আর বড় অস্ত্র হাতে দেখা যাবে না। কোমরের ট্যাকটিক্যাল বেল্টে থাকবে ছোট অস্ত্র। ফলে মুক্ত থাকবে পুলিশের দুই হাত।
আরএমপি কমিশনারের মতে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে ইতোমধ্যে ট্যাকটিক্যাল বেল্টের ব্যবহার শুরু হয়েছে। মহান স্বাধীনতা দিবস থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে ট্যাকটিক্যাল বেল্টের ব্যবহার শুরু হবে। বিজয় দিবসেই রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে দেশবাসীর কাছে একটি স্মার্ট পুলিশ হিসেবে উপস্থাপন করা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটা ইঞ্চি নিরাপদ রাখতে বাংলাদেশ পুলিশ অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে। পুলিশের মহাপরিদর্শক আধুনিক পুলিশের রূপকার। ‘হ্যান্ডস ফ্রি ট্যাকটিক্যাল বেল্ট’ প্রচলনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ আধুনিকতার যুগে প্রবেশ করেছে। পুলিশের হাত মুক্ত হচ্ছে। ট্যাকটিক্যাল বেল্ট পাবার পর পুলিশ তাৎক্ষণিকভাবে সহায়তার হাত বাড়িয়ে দিতে পারবে।
অনুষ্ঠানে আরএমপির উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক) সাইফুদ্দিন শাহীন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মনিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া বিভাগ) মোহাম্মদ রকিবুল ইসলাম হাসান ইবনে রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বপ্নচাষ/একে
বাংলাদেশ সময়: ৬:০৭ অপরাহ্ণ | শনিবার, ০৯ জানুয়ারি ২০২১
swapnochash24.com | swapno chash