করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া নাটোরের সিংড়ায় ৮২ বেঁদে পরিবারকে বেতন-রেশন থেকে খাদ্য সহায়তা দিয়েছে নাটোর জেলা পুলিশ। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার সিংড়া পৌর এলাকার পার সিংড়া মহল্লার বেঁদে পল্লীতে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা। এসময় সিংড়া-গুরুদাসপুর সার্কেল জামিল আকতার, সিংড়া থানার অফিসার ইনচার্জ ওসি নূর-এ আলম সিদ্দিকীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, কেউ না খেয়ে থাকবে না, আমাদের বেতন-রেশন থেকে খাদ্য পৌঁছে দেয়া হবে। ফোন দিলে খাদ্য পৌঁছে দেবে পুলিশ।
সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলা ও করোনার সংক্রমণ রোধে সবাইকে ঘরে থাকার আহবান জানান তিনি।
বেঁদে পল্লীতে বসবাস করা শতাধিক পরিবার দীর্ঘদিন থেকে কর্মহীন হয়ে ঘরে বসে আছেন।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৯:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২০
swapnochash24.com | swapno chash