নাটোরের সিংড়ায় ট্রাক উল্টে খাদে পড়ে এক খামারির প্রায় ৭০০ হাঁসের প্রাণহানির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
হাঁসগুলো সিংড়া উপজেলার শহরবাড়ী গ্রামের উজ্জল নামের এক খামারির। তিনি জানান, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রানীরহাট বাজার থেকে এক হাজার ৭০০ হাঁস কিনে ট্রাকে করে সিংড়া উপজেলার দুর্গাপুরে ফিরছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে প্রায় ৭০০ হাঁস মারা যায়।
প্রতিটি হাঁসের দাম ৪০০ টাকা করে ধরে প্রায় ৩ লক্ষাধিক টাকা ক্ষতির মুখে পড়েন বলে জানান উজ্জল। তিনি বলেন, ‘দুই সপ্তাহ আগে তাড়াশ বাজার থেকে গড়ে ৪০০ টাকা করে এক হাজার ৬০০ হাঁস কিনেছিলাম। ইতিমধ্যে ওই হাঁসগুলো ডিম দিতে শুরু করেছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে এই ব্যবসা শুরু করেছিলাম। এই ঘটনায় অনেক বড় ক্ষতি হয়ে গেলো।’
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৮:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
swapnochash24.com | swapno chash