সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দে সামাজিক দূরত্ব না রেখে বাজারে কেনাকাটা করায় ৩ দোকানি ও ৪ নারী ক্রেতাকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে তাদের ওই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন জানান, জেলা শহর রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন স্থানের মার্কেট ও বিপণীবিতান বন্ধ রাখা হলেও, আসন্ন ঈদ ও ব্যবসায়ীদের কথা বিবেচনা করে গোয়ালন্দে সীমিত আকারে দোকান খোলার অনুমতি দেয়া হয়েছে। কিন্তু এ সুযোগে সামাজিক দূরত্ব বজায় না রেখে বিভিন্ন দোকানে ভিড় করে অনেকেই কেনাকাটা করছেন। বিশেষ করে নারী ক্রেতাদের লক্ষ্য করা গেছে মুখে মাস্ক না পরেই মার্কেটে আসতে। এ কারণে শনিবার দুপুরে গোয়ালন্দ বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৩ দোকানি ও ৪ নারী ক্রেতাকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অভিযান চলাকালে বাজারের সকল ক্রেতা-বিক্রেতাকে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সচেতন করা হয় বলেও জানান তিনি।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ৯:২৯ অপরাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২০
swapnochash24.com | swapno chash