সিরাজগঞ্জের সলঙ্গায় প্রবল বৃষ্টিতে ভেসে গেছে কৃষকের কাটা ধান। দুইদিন আগের প্রবল বৃষ্টির সঙ্গে শনিবার মধ্যরাত থেকে টানা বৃষ্টিতে সলঙ্গা থানার বেশ কিছু নীচু এলাকা প্লাবিত হয়ে কৃষকের পাকা ধান পানিতে হাবুডুবু খাচ্ছে।
একদিকে, করোনাভাইরাসের ভয় অপরদিকে কৃষেকরা দ্বিগুন টাকা দিয়ে শ্রমিক নিয়ে ডুবে যাওয়া মাঠের ধান কাটতে শুরু করেছেন। বানভাসী এলাকা হিসেবে পরিচিত থানার নলকা ইউনিয়নের বোয়ালিয়া বিলের মধ্যে বোয়ালিয়ার চর, এরান্দহ গ্রামের কৃষকদের কাটা ধান ছিল। হঠাৎ রাতের প্রবল বৃষ্টিতে বিলের মধ্যে একবুক পানি হয়ে কাটা ধান নদীতে ভেসে চলে গেছে বলে অনেকেই আক্ষেপ করে জানান।
এছাড়াও ঘুড়কা ইউনিয়নের বাগনি বিল, ভুড়ভুড়িয়া বিল, ধুবিল ইউনিয়নের বেতুয়ার বিল, রামকৃষ্ঞপুর ইউনিয়নের কচিয়ার বিল, হাটিকুমরুল ইউনিয়নের শাওপাড়া বিল, সলঙ্গার বনবাড়িয়া বিলসহ অনেক নিচু এলাকার পাকা ধান হঠাৎ বৃষ্টিতে ডুবে গেছে। ডুবে যাওয়া ধানগুলো দু’একদিনের মধ্যে কাটা না হলে চরম ক্ষতির মুখে পড়বেন কৃষকেরা। তাই কৃষকদের মাঠে ডুবে যাওয়া ধানগুলো ইতিমধ্যেই কৃষেকরা পানির ভিতরে কাটা শুরু করেছেন বলে সরেজমিনে দেখা গেছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১২:১৬ পূর্বাহ্ণ | সোমবার, ০১ জুন ২০২০
swapnochash24.com | swapno chash