যে কোনো সংস্থার কর্মীদের সপ্তাহে কাজ করতে হবে চারদিন। ছুটি পাবেন তিন দিন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন আভাস দিয়েছেন এমনই।
করোনার কারণে আগামী কয়েক মাস দেশটিতে বিদেশি পর্যটকদের যাওয়ার সম্ভাবনা খুবই কম। এমন অবস্থায় পর্যটন চাঙা করতে দেশের মানুষকেই ভ্রমণের সুযোগ দেয়ার কথা ভাবছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আভাস দিয়েছেন যে, দেশে ছুটির বিধান হবে তিন দিন। অর্থাৎ কোনো সংস্থার কর্মীকে সপ্তাহে মাত্র চারদিন কাজ করতে হবে।
বুধবার ফেসবুক লাইভে নিজের মতামত জানান প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। জেসিন্ডা জানান, বেশিরভাগ ক্ষেত্রে সপ্তাহে তিনদিন ছুটি দেয়ার পক্ষে তিনি। আর সেটা পর্যটন শিল্পকে চাঙা করার জন্য। ছুটি পেলে মানুষ ঘুরতে যাবে। ফলে পর্টন শিল্প কিছুটা অক্সিজেন পাবে।
নিউজিল্যান্ডে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫০৪ জন। এ ভাইরাসে মারা গেছেন মাত্র ২১ জন।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৪:০৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ মে ২০২০
swapnochash24.com | swapno chash