দরিদ্র কৃষক তানজিলুর রহমানের জমির ধান কেটে দিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার ট্যাংরামারি গ্রামের নবগঙ্গা খালপাড়া মাঠে ওই কৃষকের ধান কেটে দেয়া হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলার ট্যাংরামারি গ্রামের দরিদ্র কৃষক তানজিলুর রহমান নবগঙ্গা খালপাড়া মাঠে অর্ধ বিঘা জমিতে ধানের আবাদ করেন। ধান পেকে গেলেও অর্থাভাবে তিনি ধান কাটতে পারছিলেন না। এক পর্যায়ে তিনি ধান কাটার বিষয়টি জেলা পুলিশকে অবগত করেন।
মঙ্গলবার সকাল থেকে জেলা পুলিশের ২০ সদস্য কৃষকের অর্ধবিঘা জমির ধান কেটে দেন। ধানগুলো শুকানো হলে ঝেড়ে দেয়ারও ব্যবস্থা করবে চুয়াডাঙ্গা জেলা পুলিশ কৃষকের ধানা কাটায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ্, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার কনক কুমার দাস, সদর থানা পুলিশের ওসি আবু জিহাদ প্রমুখ।
অতিরিক্তি পুলিশ সুপার আবু তারেক বলেন, দরিদ্র কৃষক অর্থের অভাবে ধান কাটতে পারছেন না বলে বিষয়টি পুলিশ সুপারকে জানায়। কৃষকের ধান আজকে আমরা কেটে দিলাম। করোনাভাইরাসের কারণে জেলা পুলিশ সাধারণ মানুষের পাশে আছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৭:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২০
swapnochash24.com | swapno chash