সিরাজগঞ্জের শাহজাদপুরে সাড়ে ৮ মাস বয়সী এক শিশুকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে নিজ মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বুধবার সকালে পুলিশের হাতে আটক হয়েছেন মা মুক্তা খাতুন। ঘটনাটি ঘটেছে শাহজাদপুরের পোরজনা ইউনিয়নের জোতপাড়া গ্রামে।
শাহজাদপুর থানার আতাউর রহমান জানান, আড়াই বছর আগে জোতপাড়া গ্রামের মকদম ব্যাপারীর ছেলে আব্দুল্লাহ আল মামুনের সাথে পাশ্ববর্তী ছোট মহারাজপুর গ্রামের মোহাম্মদ আলীর কন্যা মুক্তা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে মামুন খুলনায় পাওয়ার প্লান্টে শ্রমিকের কাজ করতো। গত মাসের ২৩ তারিখে সে গ্রামের বাড়িতে আসে। সম্প্রতি নানা বিষয় নিয়ে মামুন ও মুক্তার মধ্যে দাম্পত্য কলহ চলছিলো।
মঙ্গলবার রাতে ধান কাটার কাজে মামুন রায়গঞ্জ গেলে মুক্তা তার সাড়ে ৮ মাস বয়সী শিশু সন্তানের মুখে কচটেপ লাগিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে বাড়ির অন্য সদস্যরা এসে লাশ দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ঘটনার পর আজ বুধবার সকালে শাহজাদপুর পৌর এলাকা থেকে মুক্তা খাতুনকে আটক করে পুলিশ। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৪:০৫ অপরাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim