প্রতীকী ছবি
সিরাজগঞ্জের শাহজাদপুরে দায়া ফকির পাড়া গ্রামে বিষপানে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতেরা হলেন-দায়া ফকির পাড়া গ্রামের লাল মিয়ার স্ত্রী জাহানারা (৪৩), তাদের মেয়ে রাজিয়া (১৯) ও লাবনী (১০)। রাজিয়া অন্তঃস্বত্তা ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে দুই মেয়েসহ জাহানারা বিষপান করেন। এসময় লাল মিয়া বাড়িতে ছিলেন না। তার ছোট মেয়ে লাবনী মোবাইল ফোনে তাকে বিষপানের কথা জানায়। লাল মিয়া মোবাইলে প্রতিবেশীদের বিষয়টি জানালে তারা তিনজনকে ঘর থেকে উদ্ধার করেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, প্রাথমিকভাবে বিষয়টি বিষপান করে আত্মহত্যা বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
স্বপ্নচাষ/একে
বাংলাদেশ সময়: ৪:৪০ অপরাহ্ণ | রবিবার, ১৭ জানুয়ারি ২০২১
swapnochash24.com | swapno chash