শাখতার দোনেৎস্ককে গোলবন্যায় ভাসিয়ে ইউরোপা লিগের ফাইনালে উঠেছে ইন্টার মিলান। শাখতারকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠল নেরাজ্জুরিরা।
আগামী শুক্রবার ফাইনালে আসরের সবচেয়ে সফল দল সেভিয়ার মুখোমুখি হবে ইতালিয়ান ক্লাবটি। রবিবার প্রথম সেমি-ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে ষষ্ঠবারের মতো ফাইনালে ওঠে সেভিয়া।
ম্যাচের ১৯তম মিনিটে প্রথম ভালো সুযোগেই এগিয়ে যায় ইন্টার। শাখতার গোলরক্ষকের ভুল পাসে বল পেয়ে যান নিকোলো বারেল্লা। খানিকটা এগিয়ে ডান দিক থেকে তার নেওয়া দারুণ ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন স্ট্রাইকার মার্তিনেস।
৩৫তম মিনিটে লুকাকুর ফ্লিক থেকে বল পেয়ে গোলরক্ষক বরাবর শট মেরে সুযোগ নষ্ট করেন বারেল্লা। বিরতির আগে প্রথম ভালো সুযোগ পায় শেষ আটে এফসি বাসেলকে ৪-১ গোলে হারানো শাখতার। তবে ডি-বক্সের বাইরে থেকে মার্কোস আন্তোনিওর জোরালো শট উড়ে যায় ক্রসবারের সামান্য ওপর দিয়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতে নিজের দ্বিতীয় গোল প্রায় পেয়ে যাচ্ছিলেন মার্তিনেস। শাখতারের রক্ষণের দুর্বলতায় বল পেয়ে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন তিনি। তবে লাফিয়ে উঠে কোনোমতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক।
৬৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দামব্রোজিও। কর্নার থেকে আসা বলে হেডে জালে পাঠান এই ইতালিয়ান ডিফেন্ডার। ১০ মিনিট পর নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ করার পাশাপাশি ফাইনালের টিকেট একরকম নিশ্চিত করে ফেলেন মার্তিনেস। ডি-বক্সের সামনে বল পেয়ে দারুণ শটে গোলরক্ষককে ফাঁকি দেন আর্জেন্টাইন স্ট্রাইকার।
৭৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ান লুকাকু। মার্তিনেসের পাস থেকে গোলটি করেন এই বেলজিয়ান ফরোয়ার্ড।
কোয়ার্টার-ফাইনালে বায়ার লেভারকুসেনের জালে বল পাঠিয়ে ইউরোপের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা নয় ম্যাচে গোল করা লুকাকু রেকর্ডটা আরও বাড়িয়ে নিলেন।
তিন মিনিট পরই নিজের দ্বিতীয় গোল পেয়ে যান তিনি। প্রায় মাঝমাঠের কাছে বল পেয়ে এগিয়ে গিয়ে একক নৈপুণ্যে গোলটি করেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড।
শুক্রবার ফাইনালে স্প্যানিশ ক্লাব সেভিয়ার মুখোমুখি হবে ইন্টার। ফাইনালে সেভিয়াকে হারাতে পারলে ১০ বছর পর বড় কোনো শিরোপা জিতবে সিরি’আ লিগের ক্লাবটি। সবশেষ ২০১০ সালে কোচ হোসে মরিনহোর তত্ত্বাবধানে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল ইন্টার।
স্বপ্নচাষ/এমএইচ
বাংলাদেশ সময়: ৯:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
swapnochash24.com | swapno chash