‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক’ নির্মাণে দুর্নীতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করে রাবি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ঐক্যমঞ্চ।
‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক’ নির্মাণে দুর্নীতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননায় জড়িত ‘দুর্নীতিবাজ’ শিক্ষকদের চাকরি থেকে বহিষ্কারসহ বিচারের দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ঐক্যমঞ্চ।
ক্যাম্পাসের প্রশাসন ভবনের পশ্চিম চত্ত্বরে ‘শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে আয়োজিত এই মানববন্ধন শেষে ভাস্কর্য তৈরিতে দুর্নীতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বর্তমান উপাচার্য প্রফেসর আব্দুস সোবহানকে স্মারকলিপিও প্রদান করেন তারা।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. শামীম হোসেনের সভাপতিত্বে এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভারপ্রাপ্ত ছাত্রউপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমান, পরিবহন দপ্তরের সাবেক প্রশাসক অধ্যাপক এফএম হায়দার, শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক রবিউল ইসলাম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক রওশন জাহিদ, সহকারী প্রক্টর হুমায়ুন কবীর প্রমুখ অংশ নেন।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রভাষক এনএএম ফয়সাল আহমদের সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আমিনুর রহমান, ইতিহাস বিভাগের অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র, প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক রবিউল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তারেক নুর, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গোলাম সারওয়ার সুজন, অফিসার সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তফা, ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, এমফিল গবেষক মতিউর রহমান মর্তুজা, রাবি ছাত্রলীগের সহ-সভাপতি মাহফুজ আলামিন, প্রজন্মলীগ রাবি শাখার সভাপতি আব্দুল্লা আল মামুন প্রমুখ।
স্বপ্নচাষ/একে
বাংলাদেশ সময়: ১১:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
swapnochash24.com | swapno chash