বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। রোববার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে সংগঠনটির সদস্যরা। শ্রদ্ধাঞ্জলি শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করে তারা।
নিরবতা শেষে সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আনসারুল অনুপমের সঞ্চলনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি ও নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুখন সরকার।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলা ও ইংরেজির মিশ্রণে বাংলা ভাষার যে অপব্যবহার করা হচ্ছে তা বন্ধ করতে হবে এবং দেশের সর্বস্তরে শুদ্ধ বাংলা ভাষা চর্চা নিশ্চিত করতে হবে।
এসময় সংগঠনের সহ-সভাপতি নাসিমা খাতুন, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. জুয়েলী বিশ্বাস, অধ্যাপক মাহমুদা আক্তার সাবেক সাধারণ সম্পাদক সাহান ঈমাম সুইট প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বপ্নচাষ/আরসিআর
বাংলাদেশ সময়: ৭:০০ অপরাহ্ণ | রবিবার, ২১ ফেব্রুয়ারি ২০২১
swapnochash24.com | swapno chash