প্রতীকী ছবি
নাটোরের লালপুরে পৃথক দুইটি স্থান থেকে এক যুবক ও এক যুবতীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার কদিমচিলান ইউপির চষুডাংঙ্গা গ্রামের একটি গম ক্ষেত থেকে ও এবি ইউপির পাটিকাবাড়ি এলাকার রেললাইনের পাশ থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কদিমচিলান ইউপির চষুডাঙ্গা এলাকায় স্থানীয়রা মাঠে কৃষি জমিতে কাজ করতে যাওয়ার সময় গম ক্ষেতে একটি অজ্ঞত ব্যক্তির লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দিলে ১২টার দিকে তারা লাশটি উদ্ধার করে থানা নিয়ে যায়। পরে উপজেলার এবি ইউপির পাটিকাবাড়ি এলাকার রেললাইনের পাশে একটি অজ্ঞাত নারীর লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, খবর পেয়ে পৃথক দুইটি ইউনিয়ন থেকে নারী ও পুরষের দুইটি অজ্ঞাত লাশ উদ্ধার করে থানা আনা হয়েছে। এখনও লাশের কোন পরিচয় পাওয়া যাইনি। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।’
স্বপ্নচাষ/একে
বাংলাদেশ সময়: ৫:২৩ অপরাহ্ণ | বুধবার, ১৩ জানুয়ারি ২০২১
swapnochash24.com | swapno chash