সংগৃহীত
করোনার হানায় স্থবির পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশ্বব্যাপী ৪১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২ লাখ ৮৩ হাজারের বেশি।
ভারতেও তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস। করোনা সংক্রমণ ও বিস্তার রোধে ভারতজুড়ে চলছে লকডাউন। আর এই সময়ে গৃহবন্দি থাকার আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গাড়ি নিয়ে রাস্তায় হাওয়া খেতে বেরিয়ে পড়লেন ভারতের বিতর্কিত ও আবেদনময়ী অভিনেত্রী পুনম পাণ্ডে। খবর ভারতীয় গণমাধ্যম এই সময়’র।
রবিবার নিজের লাক্সারি গাড়ি নিয়ে মুম্বাইয়ের মেরিন ড্রাইভে বের হবার পর তাকে গাড়িসহ গ্রেফতার করে মুম্বাই পুলিশ।
মুম্বাই পুলিশ জানায়, লকডাউন ভেঙ্গে গাড়ি নিয়ে মেরিন ড্রাইভে গেলে তাঁর গাড়ির গতিরোধ করে পুলিশ। ফলে তার বিরুদ্ধে লকডাউন ভঙ্গের দায়ে অভিযোগ অভিযোগ দায়ের হয়। সেইসাথে তাকে গাড়িসহ আটক করা হয়।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ২:২৭ অপরাহ্ণ | সোমবার, ১১ মে ২০২০
swapnochash24.com | swapno chash