ফাইল ছবি
মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা ল্যাবে দুই দফায় নমুনা পরীক্ষা হয়েছে ১৮৮ জনের। এর মধ্যে ফলাফল এসেছে ১৬৩ নমুনার। যার মধ্যে ১৬টি পজেটিভ। সন্ধ্যায় এ তথ্য জানান রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার।
তিনি জানান, করোনায় নতুন আক্রান্তদের মধ্যে ১৩ জন পাবনার, দুইজন নাটোরের ও একজন রাজশাহীর চারঘাটের।
ডা. সাবেরা বলেন, রাজশাহীতে দুইটি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। এর একটি রাজশাহী মেডিকেল কলেজ ও আরেকটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগ। কলেজের ল্যাবে সোমবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার পর ফলাফল এসেছে ১৬৩ নমুনার। যার মধ্যে ১৬টি নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে।
রাজশাহীতে নতুন একজনসহ করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িল ৫৯ জনে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১৩ জন। আর মারা গেছেন তিনজন।
পাবনায় একদিনে সর্বোচ্চ ১৩ জন করোনা রোগী শনাক্ত হলো। এর মধ্যে সদরে ১০ ও সুজানগর উপজেলায় ৩ জন। এ নিয়ে পাবনায় করোনা আক্রান্ত মোট ৪৯ জন। সুস্থ হয়েছে আট জন।
আর নাটোরে নতুন দুইজনসহ জেলায় মোট আক্রান্ত ৫৮ জন। এর মধ্যে ১১ জন সুস্থ্য হয়েছেন। অপর একজন নমুনা দেয়ার পর রেজাল্ট আসার আগেই মারা যান। বর্তমানে ৪৪ জন হোম আইসোলেশনে রয়েছেন।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ৯:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুন ২০২০
swapnochash24.com | swapno chash