গণটিকা কর্মসূচি শুরু হওয়ার পর রাজশাহী বিভাগের আট জেলার ৮৫ হাজার ৩৩৮ জন মানুষ করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন। সর্বশেষ শনিবার বিভাগের ২২ হাজার ৭৪ জন টিকা নিয়েছেন। রাতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার বিভাগের রাজশাহী জেলায় ৩ হাজার ৮৩৭ জন, রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ২ হাজার ৪৯৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ২৫৫ জন, নাটোরে ২ হাজার ১০২ জন, নওগাঁয় ২ হাজার ৯৬২ জন, পাবনায় ২ হাজার ৪৮০ জন, সিরাজগঞ্জে ২ হাজার ২২৩ জন, বগুড়ায় ৩ হাজার ৩৭৪ জন এবং জয়পুরহাটে ১ হাজার ৩৪৭ জন টিকা নিয়েছেন।
টিকা প্রয়োগের প্রথম দিন গত ৭ ফেব্রুয়ারি রাজশাহী বিভাগে টিকা নিয়েছিলেন ৩ হাজার ৭৫৭ জন। পরে দ্বিতীয় দিনে ৫ হাজার ৬৪২ জন, তৃতীয় দিনে ১৩ হাজার ১১৪ জন, চতুর্থ দিনে ১৭ হাজার ৯৭১ জন এবং পঞ্চম দিনে ২৩ হাজার ১৮০ জন টিকা নেন। এরপর শুক্রবার টিকা প্রদান বন্ধ থাকে।
শনিবার ২২ হাজার ৭৪ জন টিকা নেয়ায় মোট টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়ায় ৮৫ হাজার ৩৩৮ জন। রাজশাহী বিভাগের জন্য ১ লাখ ৮০ হাজার ডোজ টিকা বরাদ্দ পাওয়া গেছে।
স্বপ্নচাষ/একে
বাংলাদেশ সময়: ১২:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১
swapnochash24.com | swapno chash