ফাইল ছবি
রাজশাহীতে টানা ৯ দিন নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। সর্বশেষ গত ৪ মে জেলার তানোর থানার এক পুলিশ কনস্টেবলসহ দুইজনের করোনা শনাক্ত হয়েছিল।
বুধবারও (১৩ মে) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে ৫২টি নমুনার রিপোর্ট পাওয়া গেছে। সবগুলো নমুনার রিপোর্টই নেগেটিভ। রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার এক শিফটে ৯৪টি নমুনা নিয়ে পরীক্ষা শুরু করা হয়। তবে ত্রুটি থাকায় ৪২টি নমুনার রিপোর্ট হয়নি। রিপোর্ট পাওয়া গেছে ৫২টির। এতে কারও নমুনায় করোনা শনাক্ত হয়নি।
রাজশাহী জেলায় গত ১২ এপ্রিল প্রথম করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। এরপর মোট ১৭ জন শনাক্ত হয়েছেন। এদের একজন মারা গেছেন। আক্রান্তদের সবার বাড়ি বিভিন্ন উপজেলায়। রাজশাহী মহানগরী এবং জেলার চারঘাট ও গোদাগাড়ী উপজেলা এখনও করোনামুক্ত রয়েছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৩:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
swapnochash24.com | swapno chash