রাজশাহীতে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। গত রোববার (২১ জুন) দিনগত রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে তাদের মৃত্যু হয়।
সোমবার (২২ জুন) সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস তিনজনের মৃত্যুর এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত তিনজনের মধ্যে আহমেদ কুরিয়ার সার্ভিসের মালিক নবুয়াত আলীও (৫০) রয়েছেন। তার বাড়ি মহানগরের আলুপট্টি এলাকায়। অন্য দু’জন হলেন- রাজশাহী মহানগরের শাহ মখদুম থানার পবা নতুনপাড়া এলাকার অধিবাসী মতিউর রহমান (৫৬) ও রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামের অধিবাসী সেন্টু (৪৮)।
ক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত তিনজনের শরীরেই করোনা উপসর্গ ছিল। তবে নমুনা পরীক্ষার আগেই তাদের মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার পরই বলা যাবে তারা করোনা আক্রান্ত ছিলেন কিনা।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৩:৩২ অপরাহ্ণ | সোমবার, ২২ জুন ২০২০
swapnochash24.com | swapno chash