প্রতীকী ছবি
রাজশাহীতে এবার করোনায় প্রাণ গেল পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শকের (এএসআই)। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহীর খিস্ট্রিয়ান মিশন হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
৫৭ বছর বয়সী প্রয়াত ওই পুলিশ কর্মকর্তার নাম মোশাররফ হোসেন। তিনি রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সুবেদার পদমর্যাদার ছিলেন। অফিশিয়াল পদবী এসআই সশস্ত্র।
তিনি ডেপুটেশনে নওগাঁ জেলা পুলিশে কর্মরত ছিলেন। সেখানে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজেটিভ আসে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ড. সাইফুল ফেরদৌস জানান, তিনি নওগাঁ থাকতে গত ১৭ মে তার নমুনা সংগ্রহ করা হয়। ওই দিন তিনি ছুটিতে রাজশাহী চলে আসেন। বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষার পর ফলাফল পজেটিভ আসে।
তিনি বলেন, “শুক্রবার সকালে তিনি পুলিশ লাইন হাসপাতালে যান। সেখান থেকে তাকে আইসোলেশন ইউনিট মিশনারি খ্রিস্টান হাসপাতালে পাঠানো হয়। বিকেল সাড়ে ৫টায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধিনে ভর্তি করে মিশনা হাসপাতালে রাখা হয়। রাত ১১টার দিকে তিনি মারা যান।”
তিনি রাজশাহী নগরের চন্ডিপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। গত ১৭ মে থেকে সেখানে পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন তিনি। তার বাড়ি পাবনায় বলে জানা গেছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৮:১২ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ মে ২০২০
swapnochash24.com | swapno chash