বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত ৪৪ বছর যুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। আর ওই সকল যুদ্ধের চেয়ে শুধু করোনাতেই মাত্র চার মাসের মধ্যেই বিশ্বের শক্তিশালী দেশটিতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে।
করোনা ছড়িয়ে পড়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে অদৃশ্য শত্রু আখ্যায়িত করে ভাইরাসটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১৯৫০ থেকে ১৯৫৩ সালে হওয়া কোরিয়া যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাড়ে ৩৬ হাজার সেনা মারা যান। ১৯৬১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত হওয়া ভিয়েতনামের যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৫৮ হাজার সেনা মারা যান। ২০০৩ থেকে ২০১১ পর্যন্ত হওয়া ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাড়া ৪ হাজার সেনা মারা যান। ২০০১ থেকে শুরু হওয়া আফগানিস্তান যুদ্ধে মারা গেছেন ২ হাজার মার্কিন সেনা। আর এ সব যুদ্ধে যুক্তরাষ্ট্রে সর্বমোট মারা গেছেন ১ লাখ ৫শ সেনা।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ২ হাজার ১০৭ জন।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১০:১৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
swapnochash24.com | swapno chash