বলে লালা লাগিয়ে উজ্জ্বলতা বাড়ানোর নিয়ম বাতিল হতে যাচ্ছে। এবার ম্যাচের মধ্যেই বল জীবাণুমুক্ত করার অনুমতি চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। করোনার ঝুঁকি কমাতে এটা করার অনুমোদন দেয়া উচিত বলেই মনে করে ক্রিকেট অস্ট্রেলিয়ার মেডিকেল টিম।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সাইন্স অ্যান্ড স্পোর্টস মেডিসিন ম্যানেজার অ্যালেক্স কৌনতুরিস বুধবার এক ভিডিও কনফারেন্সে বলেন, ‘বলকে জীবাণুমুক্ত করার বিষয়টি নিয়ে ভাবছি আমরা।’
বল থেকেও ভাইরাস ছড়ানোর ঝুঁকি থাকতে পারে। তাই আইসিসির অনুমোদনের জন্য আবেদন করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। কৌনতুরিস বলেন, ‘আমরা জানি না, বলে কেমন ঝুঁকি থাকবে। কেননা সেটাকে তো পরীক্ষা করা হবে না। অবশ্যই আমাদের পরীক্ষা করা উচিত। আমরা আইসিসির সঙ্গে এটা নিয়ে কথা বলব এবং অনুমোদন চাইব।’
কৌনতুরিস যোগ করেন, ‘চামড়ার বলকে জীবাণুমুক্ত করা কঠিন। কারণ এতে অনেক খাঁজ-ভাজ থাকে। তাই আমরা জানি না, এটা কতটা ফলপ্রসূ হবে। বল কতটা সংক্রমণের কারণ হতে পারে আমরা তাও জানি না। জানি না (জীবাণুমুক্ত করার) অনুমোদন পাওয়া যাবে কি না। তবে আমরা এটা নিয়ে অবশ্যই ভাবছি। সবকিছুই আলোচনার মধ্যে আছে।’
কৌনতুরিস মনে করছেন, বলের উজ্জ্বলতা বাড়াতে লালা ব্যবহার নিষিদ্ধ করার যে প্রস্তাবনা দেয়া হয়েছে, তাতে মানিয়ে নেয়া খেলোয়াড়দের জন্য কঠিন হতে পারে।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ১১:০০ অপরাহ্ণ | বুধবার, ২০ মে ২০২০
swapnochash24.com | swapno chash