করোনার কারণে স্থবির হয়ে পড়েছে দেশ। এই সময় শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ। ফলে শিক্ষার্থীদের মেস ও বাসা ভাড়া মওকুফের লক্ষ্যে রাষ্ট্রীয় বরাদ্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক বছরের ফি মওকুফ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক সেমিস্টারের টিউশন ফি মওকুফসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা শাখা।
আজ মঙ্গলবার বেলা ১২টায় স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে সংগঠনের কার্যালয়ের সামনে কাজী নজরুল ইসলাম সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
ছাত্র ফ্রন্টের আরও দাবিগুলোর মধ্যে রয়েছে- জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষাখাতে বরাদ্দ এবং করোনা দুর্যোগকালীন ত্রাণ চুরি, দুর্নীতি বন্ধ করা।
মানববন্ধনে সংগঠনের জেলা সভাপতি ধনঞ্জয় বর্মনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সহ-সভাপতি শ্যামল বর্মন, জেলা সাংগঠনিক সম্পাদক মুক্তা আক্তার মীম, অর্থ সম্পাদক নিয়তি সরকার, স্কুল সম্পাদক রিতু খাতুন প্রমূখ নেতৃবৃন্দ।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৯:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২০
swapnochash24.com | swapno chash
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |