সংগৃহীত
দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ মানিকগঞ্জে বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রেখেছে।
শুক্রবার সাটুরিয়া উপজেলার বরাইদ ও তিল্লী ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সহয়তা দেয়া হয়। ইতিমধ্যে মানিকগঞ্জ সদর, হরিরামপুর ও দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যার্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।
আজ সাটুরিয়া উপজেলার দুইটি ইউনিয়নের মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়। প্রতিটি ব্যাগে রয়েছে চাল, আটা, ডালসহ নিত্য-প্রয়োজনীয় বিভিন্ন পণ্য। সামাজিক দূরত্ব এবং প্রকৃত দুঃস্থদের নিশ্চিত করার জন্য সহায়তা নেয়া হয়েছে প্রশাসন, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিদের।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম, উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো, সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ জোহরা, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মানিকগঞ্জের বিশিষ্ট সমাজসেবক বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান রুনু।
মাহবুব মোর্শেদ হাসান রুনু জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে। বন্যা এবং করোনা দুটি দুর্যোগকে সমন্বয় করে ত্রাণ কর্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, বসুন্ধরা গ্রুপের লক্ষ্যই হচ্ছে দেশ ও মানুষের কল্যাণে কাজ করা। যে কারণে সব ধরনের দুর্যোগে সাধারণ মানুষের পাশে থেকেছে।
স্বপ্নচাষ/আরটি
বাংলাদেশ সময়: ২:০৪ পূর্বাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২০
swapnochash24.com | swapno chash