ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস পুকুরে পড়ে ৮ জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই একে অন্যের আত্মীয়। নিহতদের চারজন একই পরিবারের সদস্য।
মাইক্রোবাস পুকুরে পড়ে মারা গেছে পারুল বেগম (৪৫), রিপা (২৫), বেগম (৩০), রেজিয়া (৭০), নবী হোসেন (৩০), শামছুল হক (৬০), বুলবুলি (৫) ও মিলন (৬০)।
বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন জানান, ময়মনসিংহ থেকে শেরপুরগামী মাইক্রোবাসটি ফুলপুরে পৌঁছালে সকাল ৭টার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মাইক্রোবাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়।
স্বপ্নচাষ/এসএম
বাংলাদেশ সময়: ১২:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
swapnochash24.com | swapno chash