করোনা আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। গতকালের তুলনায় আজ শনিবার (৬ জুন) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও এই ট্রাস্টির শারীরিক অবস্থা কিছুটা ভালো। শুক্রবার তাকে তৃতীয়বারের মতো থেরাপি দেয়া হয়েছে বলে জানা গেছে।
আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।
তিনি বলেন, আগে যে সিরিয়াস অবস্থা ছিল, এখন আর ওরকম হচ্ছে না। স্যারের শ্বাসকষ্ট বেশি ছিল, সিরিয়াস ছিল। ওটা এখন আর নেই। স্যার একটু ভালোর দিকে। গত রাতে কোনো সমস্যা হয়নি। রাতে অক্সিজেন দেয়া ছিল, ডায়ালাইসিস হয়েছে, সঙ্গে প্লাজমাও দেয়া হয়েছে। আগের মতো কোনো সিরিয়াস কিছু নেই এখন।’
উল্লেখ্য, গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। গত ২৬ মে তিনি প্লাজমা থেরাপি নেন। এরপর ২৫ মে রাতে তিনি দ্বিতীয়বারের মতো প্লাজমা থেরাপি নেন। শুক্রবার থেকে তার শ্বাসকষ্ট বাড়ে। তার স্ত্রী ও ছেলেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৩:২০ অপরাহ্ণ | শনিবার, ০৬ জুন ২০২০
swapnochash24.com | swapno chash