সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের পুলিশ সদস্যদের স্বাস্থ্যসুরক্ষা উপকরণ দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। উপকরণের মধ্যে রয়েছে ২০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার ও ৫০০ জোড়া হ্যান্ডগ্লাভস।
রোববার (১৯ এপ্রিল) রাজধানীর মিরপুরের মোহনা টেলিভিশন কার্যালয়ে ডিএমপির মিরপুর জোনের উপ-কমিশনার মোস্তাক আহমেদের কাছে এসব উপকরণ হস্তান্তর করেন শিল্প প্রতিমন্ত্রী। শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উপ-কমিশনার মোস্তাক আহমেদ বলেন, বিদ্যমান করোনার প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে এসব স্বাস্থ্য সুরক্ষা উপকরণ সঠিকভাবে দায়িত্ব পালন ও জনগণের নিকট সেবা পৌঁছে দিতে পুলিশ সদস্যদের অনুপ্রাণিত করবে।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, করোনা প্রাদুর্ভাবের এ সময়ে সাড়ে তিন হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করে সেগুলো স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ২:৩৪ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim