প্রতীকী ছবি
রাজশাহীর পুঠিয়ায় পারিপারিক কলহের জেরে আগাছানাশক (ঘাস পুরানো) ওষুধ খেয়ে রতন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
মৃত রতন (২২) রাজশাহীর বেলপুকুর ইউনিয়নের বড় ধাদাশ এলাকার রেজাউল ইসলাম রেজার ছেলে।
জানা যায়, মৃত রতন তার স্ত্রীকে নিয়ে পুঠিয়া উপজেলার ধোকরাকুল এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন এবং সেখানে একটি মোটরসাইকেল গ্যারেজের ব্যবসা করে জীবন-যাপন করে আসছিলেন। কিন্তু গত রবিবার রাতে পারিপারিক কলহের জের ধরে আগাছানাশক একটি ওষুধ খান রতন। পরে তার স্ত্রী বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলার বিড়ালদহে ডাক্তারের কাছে নিয়ে যান। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৮টার দিকে রতনের মৃত্যু হয়।
এ ব্যাপারে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে লাশের ময়লা তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৫:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২০
swapnochash24.com | swapno chash