বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং তার পরিবারকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হল। লকডাউনের সময় নওয়াজ তার পরিবারকে নিয়ে মুম্বাই থেকে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের বুধানায় গ্রামের বাড়িতে যান। মুম্বাই পুলিশের বিশেষ অনুমতি নিয়ে সকল নির্দেশিকা মেনেই নিজের গ্রামের বাড়িতে পৌঁছেছিলেন অভিনেতা।
গত ১১ মে তারা ইদের জন্য পৌঁছান এবং ২৫ মে পর্যন্ত সেখানে হোম কোয়ারেন্টাইনে তাদের থাকতে হবে। মুম্বাই প্রশাসনের অনুমতি নিয়ে তিনি এবং তার মা, ভাই, ভাইয়ের স্ত্রী লকডাউনের মধ্যে গ্রামে নিজের বাড়িতে যান। সূত্রের খবর, নওয়াজ ও তার পরিবারের সকলের করোনা টেস্ট হয়েছে এবং রিপোর্ট নেগেটিভ এসেছে।
মুম্বাই থেকে বুধানার পথে গোটা সফরে ২৫ টি পয়েন্টে নওয়াজ ও তার পরিবারের মেডিক্যাল স্ক্রিনিং হয়েছে। এরপর বুধানায় পৌঁছে তাদের করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট নেগেটিভ এলেও সতর্কতার কারণে ২৫ মে পর্যন্ত নওয়াজ ও তার পরিবারকে ঘরবন্দি থাকতে হবে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৪:৩০ পূর্বাহ্ণ | বুধবার, ২০ মে ২০২০
swapnochash24.com | swapno chash