সংগৃহীত
ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের মাঝে খাদ্য সামগ্রী ও করোনা প্রতিরোধ সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে যুবলীগ।
ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ সিটির ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পীর আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
শুক্রবার জুম্মার আগে পল্লবীর ৪৬ নম্বর মল্লা হাউজিংয়ে এই কর্মসূচির উদ্বোধন করে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা প্রাণঘাতী করোনাভাইরাসকে মোকাবিলা করতে সক্ষম হবো। প্রধানমন্ত্রীর নিদের্শে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সবাই নিজ নিজ সামর্থ অনুযায়ী জনগণের পাশে রয়েছি। এর ধারাবাহিকতায় এই রাজধানীকে যারা পরিচ্ছন্ন রাখেন, সেই পরিচ্ছন্নকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। আমাদের সামান্য প্রয়াস আপনাদের কাজে অনুপ্রেরণা জোগাবে বলে আমি বিশ্বাস করি।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ৮:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ০১ মে ২০২০
swapnochash24.com | swapno chash