ডেঙ্গু প্রতিরোধে নাটোর শহরের মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার শহরের কানাইখালী এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র উমা চৌধুরী জলি। এসময় ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর কোহিনুর বেগম পান্নাসহ শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় ৪নং ওয়ার্ডে ফগার মেশিন দিয়ে মশক নিধন ওষুধ স্প্রে করা হয়। এছাড়া বাড়ির আঙ্গিনা ও ড্রেন পরিস্কার করেন পৌর কর্মচারীরা।
মেয়র উমা চৌধুরী জলি বলেন, পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম অব্যাহত থাকবে। পাশপাশি ডেঙ্গু প্রতিরোধে পৌরবাসীকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৮:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ জুন ২০২০
swapnochash24.com | swapno chash