প্রতীকী ছবি
প্রধানমন্ত্রীর অনুদানের আড়াই হাজার টাকা মোবাইল ফোনে এসেছে কিনা তা চেক করার কথা বলে ডেকে নিয়ে এক বিধবা নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ধ্যায় অভিযুক্ত গ্রাম পুলিশ হযরত আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হযরত আলী পাঁচবাড়িয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি নগর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসাবে কর্মরত।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার গ্রাম পুলিশ হযরত আলী ওই নারীকে (৩৫) মোবাইলে কল দিয়ে নিজ বাড়িতে ডেকে নেন। এ সময় প্রধানমন্ত্রীর দেয়া টাকা এসেছে কিনা তা যাচাইয়ের নামে কিছুক্ষণ মোবাইল টিপে টাকা আসেনি বলে জানায়। এক পর্যায়ে বারান্দা থেকে ওই বিধবা নারীকে টেনে-হেঁচড়ে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে ওই গ্রাম পুলিশ। এ সময় ওই নারীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় অভিযুক্ত হযরত আলীকে গ্রেফতার করেছে।
বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যায় হযরত আলীকে আটক করা হয়েছে। পরে ওই নারীর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১০:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ মে ২০২০
swapnochash24.com | swapno chash