প্রতীকী ছবি
নাটোরে করোনা উপসর্গ নিয়ে রুমা বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নাটোর হাসপাতালের আইসলেশান ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোররাতে তার মৃত্যু হয়।
মৃত রুমা বেগম (২২) গৃহবধূ জেলার বাগাতিপাড়া উপজেলার সাতশৈল গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী।
নাটোর হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে রুমা বেগমকে নাটোর হাসপাতালে আনা হয়। তার জ্বর, শ্বাসকষ্ট ছিল। এছাড়া তিনি ডায়াবেটিকসে আক্রান্ত ছিলেন।
ইমারজেন্সির চিকিৎসক অবস্থা গুরুতর দেখে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রিপোর্ট করেন। কিন্তু রোগীর স্বজনরা রাজশাহী নিয়ে যেতে অপরাগতা প্রকাশ করেন। এ অবস্থায় রুমা বেগমকে নাটোর হাসপাতালের করোনা আইসলেশান ওয়ার্ডে ভর্তি করা হয়।
নাটোর হাসপাতালের আবাসিক চিকিৎসক মঞ্জুর রহমান বলেন, রোগীকে অক্সিজেন, নেবুলাইজারসহ অন্যান্য চিকিৎসা দেওয়া অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, রুমা বেগমের করোনা হয়েছিল কিনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না। তবে রোগীর স্বজনদের স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশ দেয়া হয়েছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৮:২২ অপরাহ্ণ | শনিবার, ৩০ মে ২০২০
swapnochash24.com | swapno chash