ফাইল ছবি
নাটোরে করোনায় আক্রান্তদের মধ্যে ৯ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। আজ শনিবার ওই ৯ জনকে জেলা সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমানের নির্দেশে ফুলেল শুভেচ্ছাসহ খাদ্য ও ঔষধ বিতরণ করা হয়। এই ৯ জনের ৮ জন ২৯ এপ্রিল এবং অপরজন পরদিন আক্রান্ত হয়। তারা প্রত্যেকেই হোম আইসোলেসনে ছিলেন।
সুস্থ্য হওয়া এসব রোগীদের মধ্যে সিংড়ায় ৪ জন,গুরুদাসপুরে ২ জন,লালপুরে ২জন এবং নাটোর সদরে ১ জন। শনিবার দুপুরে স্বস্ব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুস্থ্যদের ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া তাদের প্রত্যেককে খাদ্য সহ ঈদ উপহার এবং ঔষুধ সরবরাহ করা হয়।
সিভিল সার্জন অফিস জানায়, গত প্রায় ৭৩ দিনে জেলায়১৮০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ৫১ জনের রেজাল্ট পজেটিভ এবং ১২৬১ জনের রেজাল্ট নেগেটিভ আসে। এছাড়া ৪৩৩ জনের রেজাল্ট পেনডিং রয়েছে। অবশিষ্ট ৫২ জনের নমুনা অকার্যকর হয়েছে। নাটোরের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান ৯ জন সুস্থ্য হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ১০:৩৯ অপরাহ্ণ | শনিবার, ২৩ মে ২০২০
swapnochash24.com | swapno chash