দিনাজপুরের ফুলবাড়ী-মাদিলাহাট সড়কের ফুলবাড়ীতে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে ইয়ানুর রহমান নামে এক অটোচালক নিহত হয়েছেন।
সোমবার দুপুরে ফুলবাড়ী-মাদিলাহাট সড়কের ফুলবাড়ী উপজেলার মহেশপুর (পাকড় ড়াংগা) নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত অটোচালক ইয়ানুর রহমান ফুলবাড়ী উপজেলার বেদদিঘী ইউনিয়নের দক্ষিণ সৈয়দপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) মাহামুদুল হাসান জানান, সোমবার দুপুর ১টার দিকে ফুলবাড়ী-মাদিলাহাট সড়কের ফুলবাড়ীর চিন্তামন থেকে ছেড়ে আসা একটি পিকআপ ফুলবাড়ীর দিকে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে চিন্তামন অভিমুখে যাওয়া অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালক ইয়ানুর রহমানের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে এবং পিকআপটি থানায় নিয়ে আসে। এই ঘটনায় পিকআপচালক পলাতক রয়েছেন।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৬:০৫ অপরাহ্ণ | সোমবার, ১৮ মে ২০২০
swapnochash24.com | swapno chash