নাটোরের গুরুদাসপুর উপজেলায় তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা। শনিবার দুপুরে গুরুদাসপুর উপজেলা চত্বরে তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন তিনি।
এর আগে, করোনাভাইরাস প্রতিরোধে ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে নিজের ২ বিঘা জমি অন্যের কাছে বন্ধকে রেখে নাটোরের (গুরুদাসপুর-বড়াইগ্রাম) অসহায় ১ হাজার পরিবারের মাঝেও ঈদ সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগ নেতা আহম্মদ আলী মোল্লা।
ঈদ উপলক্ষে বিতরণ করা তার প্রতিটি খাবারের প্যাকেটে রয়েছে চাল, ডাল, আটা, চিনি, সেমাই, লাচ্ছা, দুধ, আলু, পিয়াজ ও সাবান।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১২:২৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২০
swapnochash24.com | swapno chash