ফাইল ছবি
গত দুদিনে তীব্র গরম ছিল ঢাকা মহানগরীতে। বুধবার (১৩ মে) সকালেও বেশ তেজের সঙ্গে দেখা মিলেছে সূর্যের। দুপুর পর্যন্ত দাপটও দেখিয়েছে সূর্য।
তবে দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশে মেঘ জমতে থাকে। বিকেল ৩টার পর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আধা ঘণ্টারও বেশি সময় ধরে চলে এ বৃষ্টি। মাঝে মাঝে হালকা বাতাসও বয়ে যায়। ফলে আপাতত গরমের সেই তীব্রতা থেকে রেহাই পেলেন ঢাকাবাসী।
বুধবার দুপুর আড়াইটা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহবৃষ্টি, অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ৫:২৩ অপরাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২০
swapnochash24.com | swapno chash