প্রতীকী ছবি
রাজশাহীর তানোর উপজেলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বেলা ৩টার দিকে তানোর পৌরশহরের কুঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই শিশুর নাম শরিফ (৩)। সে একই গ্রামের বাসিন্দা শহীদ আলীর একমাত্র ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশু শরিফ। খেলার একপর্যায়ে সে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালটির চিকিৎসকরা বলেন, বেলা ৩টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) রাকিবুল হাসান।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৯:০৬ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২০
swapnochash24.com | swapno chash
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |