শহিদ আফ্রিদি নিজের ফাউন্ডেশনের মাধ্যমে এবার মেগা স্টার লিগ (এমএসএল) নামে একটি টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছেন। এ বছর সেপ্টেম্বরে রাওয়ালপিন্ডিতে শুরু হতে যাওয়া টি ১০ সংস্করণের এই টুর্নামেন্টে অংশ নেবে ছয়টি দল।
বিদেশি ক্রিকেটাররাও এতে অংশ নেবেন। ইনজামাম-উল-হক ও ওয়াকার ইউনুসের মতো সাবেকরা এতে খেলতে পারেন। সোমবার তাদের নিয়েই এক সংবাদ সম্মেলনে এই টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আফ্রিদি। এ সময় আরেক সাবেক পাকিস্তানি ক্রিকেটার মুশতাক আহমেদও উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘এমএসএল আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে সাবেক ক্রিকেটার, অন্যান্য খেলোয়াড় এবং ক্রীড়া সাংবাদিকদের আর্থিক সহায়তা করা। এটি হবে একটি বিনোদনমূলক লিগ।’
স্বপ্নচাষ/একে
বাংলাদেশ সময়: ২:১১ অপরাহ্ণ | বুধবার, ২৭ এপ্রিল ২০২২
swapnochash24.com | swapno chash