স্ত্রী দেলোয়ারা বেগম (৫৭) ও মেয়েকে নিয়ে ঢাকা থেকে নিউইয়র্ক যাচ্ছিলেন শাহজাহান সরকার। গত মঙ্গলবার নিউইয়র্কে অবতরণের কিছুক্ষণ আগে নিজের সিট থেকে ঢলে পড়েন দেলোয়ারা। এ খবর শুনে কয়েক মিনিটের মধ্যে কানাডার কুইবেক বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করেন পাইলট।
সেখান থেকে মুমূর্ষু দেলোয়ারা বেগমকে দ্রুত অ্যাম্বুলেন্সে উঠিয়ে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাকে। সম্ভবত বিমানেই মৃত্যু হয়েছে দেলোয়ারা বেগমের।
প্রায় তিন ঘণ্টা দেরিতে অন্য যাত্রীদের নিয়ে টার্কিশ এয়ারের ফ্লাইটটি ১৮ আগস্ট রাত ১০টার দিকে জেএফকে বিমানবন্দরে পৌঁছেছে।
জানা গেছে, শাহজাহান সরকারের গ্রামের বাড়ি বৃহত্তর কুমিল্লা জেলায়। সূত্র: কালের কণ্ঠ।
স্বপ্নচাষ/এসএম
বাংলাদেশ সময়: ১২:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ২১ আগস্ট ২০২০
swapnochash24.com | swapno chash