ফাইল ছবি
ছাত্রলীগ, যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগকে সম্মেলনের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দের এক যৌথ সভায় এ নির্দেশনা দেন তিনি। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় সভা শুরু হয়।
সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
জানা যায়, গত শনিবার অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক। দ্বাদশ জাতীয় নির্বাচন এবং দলের ২২তম জাতীয় সম্মেলন সামনে রেখে দলের জ্যেষ্ঠ নেতাদের বেশ কিছু নির্দেশনা দেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বপ্নচাষ/জেএআর
বাংলাদেশ সময়: ২:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মে ২০২২
swapnochash24.com | swapno chash