নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে রতন আলী নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হামলাইকোল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক হামলাইকোল এলাকার মকবুল হোসেনের ছেলে। রতন আলীর দুই সন্তান ও স্ত্রী রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৯ টার দিকে একটি লিচুবাগানে বিদ্যুতের লাইনের সংযোগ দিতে যান ওই যুবক। এ সময় বিদ্যুতায়িত হন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মো. ইসমাইল হোসেন বলেন, রতন আলীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তাঁর মৃত্যু হয়েছে।
বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সুজা বলেন, রতন আলীর মৃত্যু একটি দুর্ঘটনা। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নিহত রতন আলীর মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বপ্নচাষ/একে
বাংলাদেশ সময়: ২:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মে ২০২২
swapnochash24.com | swapno chash