প্রতীকী ছবি
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ফাতেমা নামে এক বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটি মারা যায়। সে খুলনার বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা গ্রামের এক ব্যক্তির মেয়ে।
খুমেক হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান ও করোনা ওয়ার্ডের মূখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় শিশুটিকে খুমেক হাসপাতেলে ভর্তি করা হয়। নিউমোনিয়ার সংক্রমণ থাকায় তাকে করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টায় শিশুটি মারা যায়। শ্বাসকষ্টের উপসর্গ থাকায় করোনায় আক্রান্ত হয়েছে কি-না তা জানার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১০:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ০১ মে ২০২০
swapnochash24.com | swapno chash