বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে করোনার টিকার বিনামূল্যে অনলাইন নিবন্ধন এবার রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গায় উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় কাশিয়াডাঙ্গা মোড়ে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু। এ সময় তিনি বলেন, রাজশাহীর উপকণ্ঠ এলাকার মানুষদের সুবিধার্থে আমরা কাশিয়াডাঙ্গা এলাকায় বুথ বসিয়েছি। সকল শ্রমজীবী মানুষদের টিকার আওতায় আনতে হবে। কারণ তারা প্রযুক্তি সম্পর্কে ধারণা খুব কম রাখেন। সে মানুষগুলোর কথা চিন্তা করে আমরা কাশিয়াডাঙ্গায় বুথ বসিয়েছি।
ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির তথ্য প্রযুক্তি বিষয় সম্পাদক ও রাজশাহী মহানগর সভাপতি ওহিদুর রহমান ওহির নেতৃত্বে নগরীর তিনটি জায়গায় ওয়ার্কার্স পার্টির উদ্যোগে সাধারণ মানুষের বিনামূল্যে করোনার টিকার রেজিস্ট্রেশন চলছে। এর মধ্যে গত সাহেববাজার জিরোপয়েন্ট উদ্বোধন করা হয়।
নগরীর কোর্ট স্টেশন এলাকায় মঙ্গলবার উদ্বোধন করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। সবশেষ কাশিয়াডাঙ্গা এলাকায় উদ্বোধন করা হলো। দলটি জানিয়েছে, রাজশাহীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বিনামূল্যে করোনা টিকার রেজিস্ট্রেশন বুথ বসানো হবে।
কাশিয়াডাঙ্গা এলাকায় বিনামূল্যে করোনার টিকার নিবন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার সভাপতি শামীম ইমতিয়াজ সুমন। বক্তব্য দেন, ওয়ার্কার্স পার্টির মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুল মতিন, নাজমুল করিম অপু, যুবনেতা রতন, আরিফ প্রমুখ। পরিচালনা করেন কাশিয়াডাঙ্গা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক গোলাম রসুল বাবলু।
স্বপ্নচাষ/একে
বাংলাদেশ সময়: ৪:৪৭ অপরাহ্ণ | বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১
swapnochash24.com | swapno chash