প্রতীকী ছবি
রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি (৭০) মারা গেছেন। তিনি করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন সেন্টারে ভর্তি হয়েছিলেন।
বুধবার বিকালে তার মৃত্যু হয়। বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিপক কুমার বিশ্বাস।
ডা. দিপক কুমার বিশ্বাস বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বুধবার দুপুরে রাজবাড়ী জেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা এলাকার এক ব্যক্তি (৭০) হাসপাতালে আসলে তাকে করোনা ইউনিটের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে। সেই ফলাফল আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
রাজবাড়ী পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এমন একটি মৃত্যুর সংবাদ আমরা শুনেছি। যদি মৃত ব্যক্তির দাফন করার লোক না পাওয়া যায় তবে রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে তার দাফন কাজ সম্পন্ন করা হবে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৮:১৮ অপরাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২০
swapnochash24.com | swapno chash