কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী নিলুফার মঞ্জুর মারা গেছেন।
মঙ্গলবার ভোরের দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিলুফার দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাইওনিয়ার সানবিমস স্কুলের এই প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।স্কুলের ব্যবস্থাপক আবদুল কাদের নিলুফারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিলুফারের স্বামী এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা মঞ্জুর এলাহী নিজেও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিলুফার মঞ্জুর ১৯৭৪ সালে রাজধানীতে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান সানবিমস স্কুলের প্রতিষ্ঠা করেন। তিনি সোশ্যাল মার্কেটিং কোম্পানির সঙ্গেও যুক্ত।১৯৬৬ সালে মঞ্জুর এলাহীর সঙ্গে শুরু সংসার জীবন জীবন শুরু করেন নিলুফার।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মঞ্জুর এলাহী ১৯৯৬ ও ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ৩:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ মে ২০২০
swapnochash24.com | swapno chash