করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরই মধ্যে নতুন আতঙ্ক সালমোনেলা নামের মুরগিবাহিত ব্যাকটেরিয়া। ইতিমধ্যেই এই সালমোনেলায় যুক্তরাষ্ট্রে মারা গেছে ১ জন। হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৮৬ জন।
এ ব্যাপারে বুধবার মার্কিন সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানায়, পোলট্রির হাঁস ও মুরগি থেকেই ছড়াচ্ছে এই ভয়ঙ্কর ব্যাকটেরিয়া। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো বেশিরভাগ ক্ষেত্রেই ৫ বছরের কম বয়সী শিশু এই ব্যকটেরিয়ায় আক্রান্ত হচ্ছে।
এদিকে এই বছরই ৪২টি দেশে সালমোনেলা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে। প্রায় ৪৬৫ জন আক্রান্তও হয়েছেন এই বছরে। যা গত বছরের দ্বিগুণ।
স্বপ্নচাষ/এসএম
বাংলাদেশ সময়: ৯:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ জুন ২০২০
swapnochash24.com | swapno chash