প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এখনো আবিষ্কার হয়নি কোনো প্রতিষেধক। তাই কোনোভাবেই থামানো যাচ্ছে না মহামারী করোনাকে।
আশা করা হয়েছিল- করোনা চিকিৎসায় কার্যকর ভূমিকা রাখবে জাপানি কোম্পানি ফুজিফিল্মের ওষুধ এভিগান। কিন্তু প্রাথমিক ক্লিনিকাল পরীক্ষায় সে আশা পূরণ হয়নি।
স্থানীয় গণমাধ্যম কিয়োদোর এক প্রতিবেদনে বলা হয়, এভিগান করোনা চিকিৎসায় কার্যকর ভূমিকা রাখতে পারে এর সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এ খবরে বুধবার ফুজিফিল্মের শেয়ারের দরপতন ঘটেছে।
তবে কোম্পানিটির মুখপাত্রী কানা মাতসুমতো বলেন, ‘ফুজিতা হেলথ ইউনিভার্সিটিসহ অন্যান্য যে সব জায়গায় ক্লিনিকাল পরীক্ষা সম্প্রতি হয়েছে তার সঙ্গে যুক্ত ছিল না ফুজিফিল্ম। ফলে এর ফলাফল নিয়ে আমরা কোন মন্তব্য করছি না। বর্তমানে জাপান ও যুক্তরাষ্ট্রে এভিগানের কার্যকরিতা কোম্পানি পরীক্ষা করে দেখছে।’
জাপান সরকারের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইউশিহিদে সুগা বলেন, ‘ এভিগান অনুমোদনের জন্য সরকারের যে পরিকল্পনা রয়েছে সে অবস্থানে পরিবর্তন আসেনি। সরকার এভিগানের কার্যকরিতা ও তা নিরাপদ কিনা দেখার অপেক্ষায় রয়েছে।’
ওই খবরে বুধবার কোম্পানির শেয়ারের দর পড়েছে ২.১ শতাংশ। এপ্রিলে ফুজিফিল্মের শেয়ারের দর ব্যাপকভাবে বেড়ে যায় যখন আশা প্রকাশ করা হয় করোনা চিকিৎসায় এভিগান কার্যকর ভূমিকা রাখতে পারে। জাপান সরকার ফুজিফিল্মকে এ ওষুধের মজুদ তিনগুণ বাড়ানোর আহবান জানায়। এটি অন্যান্য দেশকেও দেয়ার প্রতিশ্রুতি দেয়। ঠাণ্ডার জরুরি চিকিৎসার জন্য ২০১৪ সালে এ ওষুধের অনুমোদন দেয়া হয়।
এভিগান নিয়ে বিশ্ববাসীর আগ্রহ বেড়ে যায় যখন গত মার্চে চীন জানায়, কোভিড-১৯ চিকিৎসায় তারা এ ওষুধে ভালো সাফল্য পেয়েছে। বর্তমানে বিশ্বের কমপক্ষে ১৬ জায়গায় এভিগান নিযে ক্লিনিকাল পরীক্ষা চলছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৫:১২ অপরাহ্ণ | বুধবার, ২০ মে ২০২০
swapnochash24.com | swapno chash