মাছ ধরতে ছিপের মাধ্যমে টোপ ফেলে মানুষ। মাছ খাওয়ার জন্য ঠিক সেই কাজই করল একটি পাখি। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। নেচার হাব নামের একটি টুইটার হ্যান্ডল থেকে সম্প্রতি শেয়ার করা হয়েছে এই ঘটনার ভিডিও।
ভিডিওটিতে বলা হয়েছে, একটি মাত্র শব্দে ভিডিও’র অর্থ বলতে। ভিডিওটি ইতিমধ্যে দেড় লাখ বার দেখা হয়েছে। এক হাজারেরও বেশি ইউজার ওই পাখির চালাকি নিয়ে নিজেদের মন্তব্য জানিয়েছেন।
ভিডিও’তে দেখা যাচ্ছে, মুখে এক টুকরো খাবার নিয়ে জলাশয়ের ধারে বসে আছে একটি পাখি। মুখের খাবারটি সে পানিতে ফেলল। সেই খাবার দেখে জলাশয়ের মাছরা দৌড়ে এল। কিন্তু মাছের আকার বড় দেখে ফের ঠোঁটে করে সেই খাবার তুলে নিল পাখিটি। এরপর ফের খাবারটি পানিতে ফেলল। একটা ছোট মাছ আসতেই মাছটিকে নিজের দুই ঠৌঁটের কবলে নিয়ে নিল পাখিটি।
স্বপ্নচাষ/এসএম
বাংলাদেশ সময়: ১০:০৮ অপরাহ্ণ | শুক্রবার, ২১ আগস্ট ২০২০
swapnochash24.com | swapno chash